Pastoral Letter
Carta Pastoral en Bangla দীক্ষাগুরু সাধু যোহনের ধর্মপল্লী, লোহানিপাড়া Pastoral Letter in Bangla to the Parishioners St. John The Baptist Catholic Church, Lohanipara, Dinajpur Diocese, Bangaldesh Parroquia de San Juan Bautista খ্রীষ্টেতে প্রিয় ভাই ও বোনেরা , প্রীতি ও শুভেচ্ছা জানাই । আমাদের প্রত্যেকের ব্যক্তিগত এবং সামাজিক অবস্থাতে এই বৈশ্বিক মহামারী কালে আমরা জাগতিক এবং আধ্যাত্নিক উভয় ভাবেই কষ্ট পাচ্ছি । একই সাথে আমরা ঈশ্বরে বিশ্বাস স্থির রাখি । আজ এই অবস্থাতে আমাদের প্রতিটি পরিবার যেন হয়ে উঠেছে এক একটি ক্ষুদ্র অথচ জীবন্ত “ গৃহ মণ্ড লী ”। এই কঠিন অবস্থাতেও আমরা আমাদের সাধ্যানুসারে পরস্পরকে ভালবাসা প্রদর্শন করছি এবং দয়ার কাজ করে যাচ্ছি । পরিবার , প্রতিবেশী এবং সমাজ আমরা মানুষের সাথে মিলমিশে খুশী মনে শান্তিতে থাকার চেষ্টা করে যাচ্ছি । যাতে করে সকলে এক মহান সান্ত্বনা ও শান্তি খুঁজে পাই । - নিজ নিজ বাড়িতে থাকতে থাকতেই আমরা বাংলা নববর্ষ পেয়েছি । - আমাদের পূণ্য সপ্তাহে , পুনরুত্থান কাল , মে কুমারী মারীয়ার মাস, যীশুর স্বর্গারোহন এবং পঞ্