Pastoral Letter
Carta Pastoral en Bangla
দীক্ষাগুরু সাধু যোহনের ধর্মপল্লী, লোহানিপাড়া
Pastoral Letter in Bangla to the Parishioners
খ্রীষ্টেতে প্রিয়
ভাই ও বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা
জানাই । আমাদের প্রত্যেকের ব্যক্তিগত এবং সামাজিক অবস্থাতে এই বৈশ্বিক মহামারী কালে
আমরা জাগতিক এবং আধ্যাত্নিক উভয় ভাবেই কষ্ট পাচ্ছি । একই সাথে আমরা ঈশ্বরে বিশ্বাস স্থির রাখি
। আজ এই অবস্থাতে আমাদের প্রতিটি পরিবার যেন হয়ে উঠেছে এক
একটি ক্ষুদ্র অথচ জীবন্ত “গৃহ মণ্ডলী”।
এই কঠিন অবস্থাতেও
আমরা আমাদের সাধ্যানুসারে পরস্পরকে ভালবাসা প্রদর্শন করছি এবং দয়ার কাজ করে যাচ্ছি । পরিবার, প্রতিবেশী এবং সমাজ আমরা মানুষের সাথে মিলমিশে খুশী মনে শান্তিতে থাকার চেষ্টা
করে যাচ্ছি । যাতে করে সকলে এক
মহান সান্ত্বনা ও শান্তি খুঁজে পাই ।
- নিজ নিজ বাড়িতে থাকতে থাকতেই আমরা বাংলা নববর্ষ পেয়েছি ।
- আমাদের পূণ্য সপ্তাহে, পুনরুত্থান কাল,
মে কুমারী মারীয়ার মাস, যীশুর স্বর্গারোহন
এবং পঞ্চাশত্তমী পর্ব পালন করার সুযোগ হারিয়েছি ।
- আমরা বিভিন্ন গণমাধ্যম, মিডিয়ার মধ্য দিয়ে
এই মহামারীর তথ্য জানতে পেরেছি । আমরা সঠিক ভাবে
নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং পরস্পরকে নিরাপদে রাখবো । যখন এই আগ্রাশন থেকে আমরা মুক্তি পাব তখন আবার মিশনে এসে অনুষ্ঠান এবং পরম
পিতার প্রশংসায় রত থাকবো ।
আমরা আশা করি আমাদের প্রত্যেকের এই মূল্যবান জীবন সচেতন ভাবে যাপন করব । পরিবার এবং সমাজের সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবো ।
আমরা পবিত্র বাইবেলে
দশ আজ্ঞার মাধ্যমে খুব ভাল শিক্ষা লাভ করতে পারি । আমরা যেন ঈশ্বরের আরাধনা এবং সেবা করি । আর একই সাথে মানুষকে সেবা ও ভালবাসা দিতে পারি
। অবশ্যই এই আজ্ঞা গুলো যথেষ্ট নয়
। যাতে আরও গভীর ভাবে আমাদের বিশ্বাস, আশা ও প্রেম বুঝতে পারি কেমন
ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালবাসেন এবং তিনি আমাদের শিখান কিভাবে প্রতিবেশীকে
ভালবাসতে হবে । কিভাবে তাদেরকে
সহযোগিতা এবং সমর্থন করতে পারি এবং আমরা মারীয়ার
উপর আমাদের আস্থা রাখি ।
মা বাবা সচেতন ভাবে
সন্তানদের ভালবাসা ও আদর্শ মানুষ হিসেবে সাধারণ শিক্ষা এবং পড়াশোনায় সাহায্য করতে
পারে ।
একই সাথে নেতা—নেতৃদের বিশেষ আহবান করি
তারা যেন এই বিশেষ সংকট কালে পরিবারে এবং সমাজে সাহায্য দেয় । একই সাথে সমাজের গঠনমূলক কর্মসূচী নেওয়ার চেষ্টা করতে আগ্রহী হয়ে উঠবে । একই পথে আমাদের ধর্মপল্লীতে
বিভিন্ন প্রোগ্রাম করব । যেমনঃ ধর্মশিক্ষা,
সাক্রামেন্তীয় শিক্ষা,
শিশু মঙ্গল প্রোগ্রাম,
গ্রাম ও পরিবার পরিদর্শন করবো,
প্রভুর দিন (রবিবার) বিভিন্ন কর্মসূচী গ্রহণ করবো ।
যতদিন এই দুর্যোগ
স্বাভাবিক না হয় আমরা মানুষ হিসেবে মানবিক
আচরন করবো যাতে করে আমার দ্বারা অন্য কেউ বিপদে কিংবা ক্ষতিগ্রস্থ না হয় ।
পরম দয়ালু পিতা
আমাদের এই কঠিন অবস্থা থেকে অচিরেই মুক্ত করুন । সে কামনা করে শেষ করছি । সবাই ভাল থাকুন । অন্যকেও ভাল রাখুন ।
ফাঃ বনিফাস এবং ফাঃ
দানিল
শান্তি ও মঙ্গল!
Comentarios
Publicar un comentario