Entradas

Mostrando las entradas de agosto 30, 2020

ESPIRITUALIDAD

Imagen
  DEL LIBRO DE LA IMITACIÓN DE CRISTO (Libro 3, 3) " Señor, enséñame tus caminos, / instrúyeme en tus sendas: / haz que camine con lealtad; / enséñame, porque tú eres mi Dios y Salvador . " (Salmo 25). YO INSTRUÍ A MIS PROFETAS Escucha, hijo mío, mis palabras, palabras suavísimas, que trascienden toda la ciencia de los filósofos y letrados de este mundo. Mis palabras son espíritu y son vida, y no se pueden ponderar partiendo del criterio humano. No deben usarse con miras a satisfacer la vana complacencia, sino oírse en silencio, y han de recibirse con humildad y gran afecto del corazón. Y dije: Dichoso el hombre a quien tú educas, al que enseñas tu ley, dándole descanso tras los años duros, para que no viva desolado aquí en la tierra. Yo —dice el Señor— instruí a los profetas desde antiguo, y no ceso de hablar a todos hasta hoy; pero muchos se hacen sordos a mi palabra y se endurecen en su corazón. Los más oyen de mejor grado al mundo que a Dios, y más fácilmente siguen las a

সাধারণকালে ২২শ রবিবার - 'ক' পূজনবর্ষ

Imagen
  মথি-রচিত সুসমাচার ১৬,২১—২৭   কেউ যদি আমার পিছনে আসতে ইচ্ছা করে ,  সে নিজেকে অস্বীকার করুক ,  ও নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক সেসময় থেকেই যীশু নিজের শিষ্যদের স্পষ্টই বলতে লাগলেন যে , তাঁকে যেরুসালেমে যেতে হবে , এবং প্রবীণদের , প্রধান যাজকদের ও শাস্ত্রীদের হাতে বহু যন্ত্রণা ভোগ করতে হবে , তাঁকে নিহত হতে হবে , আর তৃতীয় দিনে পুনরুত্থিত হতে হবে । এতে পিতর তাঁকে একপাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন , বললেন , ‘ দূরের কথা , প্রভু! অমনটি আপনার কখনও ঘটবে না । ’ কিন্তু তিনি ফিরে দাঁড়িয়ে পিতরকে বললেন , ‘ আমার পিছনে চলে যাও , শয়তান! তুমি আমার পথের বাধা ; কেননা যা ভাবছ , তা ঈশ্বরের নয় , মানুষেরই ভাবনা । ’ তখন যীশু নিজের শিষ্যদের বললেন , ‘ কেউ যদি আমার পিছনে আসতে ইচ্ছা করে , সে নিজেকে অস্বীকার করুক , ও নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক । কেননা যে কেউ নিজের প্রাণ বাঁচাতে চায় , সে তা হারাবে , আর যে কেউ আমার জন্য নিজের প্রাণ হারায় , সে তা খুঁজে পাবে । বস্তুত মানুষ যদি সমগ্র জগৎ জয় ক ’ রে নিজের প্রাণ হারায় , তাতে তার কী লাভ হবে ? কিংবা , মানুষ নিজের প্রাণের বিনিময়ে কী দিতে পারবে ?