সাধারণকালে ২০শ রবিবার - 'ক' পূজনবর্ষ

মথি রচিত-মঙ্গলসমাচার ১৫,২১—২৮


"নারীতোমার এ বিশ্বাস সত্যি গভীর"


সেই জায়গা ছেড়ে যীশু তুরস ও সিদোন প্রদেশের দিকে চলে গেলেন আর হঠাৎ ওই অঞ্চলের একজন কানানীয় স্ত্রীলোক এসে চিৎকার করতে লাগল, প্রভু, দাউদসন্তান, আমার প্রতি দয়া করুন, আমার মেয়েটি একটা অপদূত দ্বারা নিষ্ঠুরভাবে উৎপীড়িতা তিনি কিন্তু তাকে উত্তরে কিছুই বললেন না তখন তাঁর শিষ্যেরা কাছে এসে তাঁকে অনুরোধ করে বললেন, ‘একে বিদায় দিন, কেননা এ আমাদের পিছু পিছু চিৎকার করছে তিনি উত্তরে বললেন, ‘আমি কেবল ইস্রায়েলকুলের হারানো মেষগুলির কাছেই প্রেরিত হয়েছি কিন্তু স্ত্রীলোকটি এগিয়ে এসে তাঁর সামনে প্রণিপাত করে থাকল; বলল প্রভু, আমাকে সাহায্য করুন তিনি উত্তরে বললেন, সন্তানদের খাদ্য নিয়ে কুকুরশাবকদের কাছে ফেলে দেওয়া মানায় না তাতে সে প্রতিবাদ করে বলল, হ্যাঁ, প্রভু, তবু কুকুরশাবকেরাও নিজেদের মনিবের টেবিল থেকে যে খাবারের টুকরো পড়ে তা খায় তখন যীশু উত্তরে তাকে বললেন, নারী, তোমার এ বিশ্বাস সত্যি গভীর: তোমার যা ইচ্ছা, তা-ই হোকআর সেই মুহূর্ত থেকে তার মেয়েটি সুস্থ হল






 


Comentarios